Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমাজসেবা বিষয়ক

র:

নs

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

০১

পল্লী সমাজসেবা (আর,এস,এস) কার্যক্রম।

ক) পল্লী অঞ্চলের দরিদ্র জনগণকে সঙগঠিত করে উন্নয়নের মূল শ্রোতধারায় আনায়ন।

খ) সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবsদক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষণ প্রদান।

গ) ৫ হাজার হতে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান।

ঘ) লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধিকরণ

 

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনি:

ক) আর্থ সামাজিক জরিপের মাধ্যমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের তালিকাভূক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা।

খ) সুদমুক্ত ঋণ Iঅন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‍ক Iখ শ্রেণীভূক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাrযার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সবোর্চ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত।

গ) সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য গ শ্রেণীভূক্ত অর্থাrযার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্দ্ধে।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর:

ক) ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদেনর পর ১ (এক) মাসের মধ্যে।

খ) ২য়/৩য় পর্যায়ে ঋণ (পুন:বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদেনর পর ২০ দিনের মধ্যে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭

০২

পল্লী মাতৃকেন্দ্র (আর,এম,সি) কার্যক্রম।

ক) পল্লী অঞ্চলের দরিদ্র (মহিলা) জনগণকে সঙগঠিত করে উন্নয়নের মূল শ্রোতধারায় আনায়ন।

খ) সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবsদক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষণ প্রদান।

গ) ৫ হাজার হতে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান।

ঘ) লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধিকরণ

 

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনি:

ক) আর্থ সামাজিক জরিপের মাধ্যমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের তালিকাভূক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্যা।

খ) সুদমুক্ত ঋণ Iঅন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‍ক Iখ শ্রেণীভূক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাrযার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সবোর্চ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত।

গ) সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য গ শ্রেণীভূক্ত অর্থাrযার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্দ্ধে।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর:

ক) ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদেনর পর ১ (এক) মাসের মধ্যে।

খ) ২য়/৩য় পর্যায়ে ঋণ (পুন:বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদেনর পর ২০ দিনের মধ্যে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭

০৩

এসিডদগ্ধ Iপ্রতিবন্ধী ব্যক্তিদের পূনর্বাসন কার্যক্রম।

এসিডদগ্ধ Iপ্রতিবন্ধী ব্যক্তিদের ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান।

এসিডদগ্ধ Iপ্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক আয় ২০ হাজার টাকার নিচে

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর:

ক) ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদেনর পর ১ (এক) মাসের মধ্যে।

খ) ২য়/৩য় পর্যায়ে ঋণ (পুন:বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদেনর পর ২০ দিনের মধ্যে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭

০৪

বয়ষ্ক ভাতা কার্যক্রম।

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়ষ্ক ভাতা প্রদান। (২০০৯-২০১০ অর্থ বছরে মাসিক ৩০০/= হারে ভাতা প্রদান করা হচ্ছে।)

ক) উপজেলার ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হত দরিদ্র মহিলা বা পুরুষ যার বার্ষিক গড় আয় অনুর্ধ ৩ হাজার টাকা।

খ) শারীরিক ভাবে অক্ষম Iকর্মক্ষমহীন প্রবীন পুরষ Iমহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেIয়া হবে।

ক) বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন।

খ) নির্বাচিত ভাতা ভোগীকে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা হবে। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন।

গ) ভাতা গ্রহীতার নমিনী ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা উত্তোলন করতে পারবেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭

০৫

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম।

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। (২০০৯-২০১০ অর্থ বছরে মাসিক ৩০০/= হারে ভাতা প্রদান করা হচ্ছে।)

ক) ৬ বছরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোন ভাতা পান না।

খ) প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক আয় ২৪ হাজার টাকার কম।

ক) বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন।

খ) নির্বাচিত ভাতা ভোগীকে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা হবে। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন।

গ) ভাতা গ্রহীতার নমিনী ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা উত্তোলন করতে পারবেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭

০৬

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪ টি স্তরে বিভক্ত করে নিম্মহারে উপবৃত্তি প্রদান:

ক) প্রাথমিক স্তর (১ম-৫ম শ্রেণী) জনপ্রতি মাসিক ৩০০ টাকা।

খ) মাধ্যমিক স্তর (৬ষ্ঠ-১০ম শ্রেণী) জনপ্রতি মাসিক ৪৫০ টাকা।

গ) উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ-দ্বাদশ শ্রেণী) জনপ্রতি মাসিক ৬০০ টাকা।

ঘ) উচ্চতর স্তর (স্নাতক-স্নানাকোত্তর শ্রেণী) জনপ্রতি মাসিক ১০০০ টাকা।

 

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ বছরের উর্দ্ধে প্রতিবন্ধী ছাত্রছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬ হাজার টাকার নিচে।

বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহনকারী নির্বাচন সহ উপবৃত্তি বিতরন এবং নিয়মিতভাবে শিক্ষাকালীন সময়ে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭

০৭

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম।

সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান। (২০১০-২০১১ অর্থ বছরে নির্বাচিত মুক্তিযোদ্ধাকে মাসিক ২০০০/= হারে ভাতা প্রদান করা হচ্ছে।)

ক) মুক্তিযোদ্ধা Iমুক্তিযোদ্দার বিধবা স্ত্রী যার বার্ষিক গড় আয় ১২ হাজার টাকার উর্দ্ধে নয়।

খ) মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪ টি তালিকার কমপক্ষে ২ টি তালিকায় অর্ন্তভূক্ত সশস্স্র বাহিনী বিভাগ এবং বাঙলাদেশ রাইফেলস হতে মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অর্ন্তভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

ক) বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন।

খ) মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ভোগীকে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা হবে। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন।

গ) ভাতা গ্রহীতার নমিনী ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা উত্তোলন পারবেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭

০৮

বিধবা Iস্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলা ভাতা কার্যক্রম।

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বিধবা Iস্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলাদেরকে ভাতা প্রদান। (২০১০-২০১১ অর্থ বছরে বিধবা Iস্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলাদেরকে জনপ্রতিমাসিক ৩০০/= হারে ভাতা প্রদান করা হচ্ছে।)

ক) বয়ষ্ক বৃদ্ধ অসহায় Iদু:স্থ বিধবা Iস্বামী পরিত্যক্তা মহিলারা অগ্রাধিকার পাবে।

খ) যিনি দু:স্থ অসহায় প্রায় ভূমিহীন বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং যার ১৬ বছরের নিচে দুটি সন্তান রয়েছে।

গ) দু:স্থ দরিদ্র বিধবা Iস্বামী পরিত্যক্তাদের মধ্যে যারা প্রতিবন্ধী Iঅসুস্থ তারা অগ্রাধিকার পাবে।

ক) বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন।

খ) নির্বাচিত ভাতা ভোগীকে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা হবে। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন।

গ) ভাতা গ্রহীতার নমিনী ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা উত্তোলন করতে পারবেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭

০৯

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহ নিবন্ধন Iতত্ত্বাবধায়ন।

ক) স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠনের নামকরণের ছাড়পত্র প্রদান।

খ) ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ (নিবন্ধন Iনিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ক্লাব নিবন্ধন।

গ) নিবন্ধন প্রাপ্ত সংগঠন সমূহের কার্যক্রম তদারকি।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/ সংগঠন/বেসরকারী এতিমখানা/ ক্লাব/সমিতি ইত্যাদি।

ক) নামের ছাড়পত্রের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র প্রাপ্তির পর ৫ কর্মদিবস।

খ) নিবন্ধন সংক্রান্ত সরেজমিনে তদন্তের পর আবেদনপত্র প্রাপ্তির ২০ কর্মদিবস।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭

১০

বেসরকারী এতিমখানায ক্যাপিটেশন গ্রান্ট প্রদান কার্যক্রম

ক) ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন।

খ) আনুষ্ঠানিক শিক্ষা Iবৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

গ) পুনর্বাসন Iস্বনির্ভরতা অর্জনের লক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

ঘ) শিশু পরিপূর্ণ বিকাশে সহায়তা।

বেসরকারী এতিমখানায ৫-৯ বছর বয়সী এতিম অর্থাrপিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

ক্যাপিটেশন গ্রান্ট মঞ্জুরী প্রাপ্ত বেসরকারী এতিমখানা কর্তৃপক্ষ কর্তৃক বিল দাখিলের পরবর্তী ৭ কর্ম দিবসে বিল পাশ।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ। ০৯৪৩৫-৫৬০৩৭